জাতীয়

রসিক নির্বাচন নিয়ে ইসির বৈঠক বৃহস্পতিবার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন নিয়ে আলোচনার জন্য বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার (৩ নভেম্বর) কমিশনের ৯তম কমিশন বেলা ১১টার সময় নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

রোববার (৩১ অক্টোবর) ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। আর রসিক সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button