খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগার দলকে। এই হারে নিজেদের লজ্জার রেকর্ড নিজেরাই ভেঙেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ১০৪ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের দল অলআউট হয়েছে ১০১ রানে।

সাকিবের দলের ১০৪ রানের এই হার শুধু বিশ্বকাপে নয়, বরং টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার। বিশ্বকাপে আগের রেকর্ডটি ছিল ৭৫ রানের ব্যবধানে হার। যেটি ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছিল। আর টি-টোয়েন্টিতে সবশেষ হার ছিল ১০২ রানের ব্যবধানে; ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে।

লজ্জার এই হারে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ নেমে গেছে তিনে। তাদের পয়েন্ট এখন ২; নেট রান রেট -২.৩৭৫। এদিকে বড় জয়ে ৩ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকা ভারত আছে টেবিলের দুইয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button