জাতীয়

সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করায় যুবক আটক

সুনামগঞ্জে এক কলেজছাত্রীর সঙ্গে ৫১ সেকেন্ডের অশ্লীল ভিডিও ও শ্লীলতহানির অভিযোগে মোহাম্মদ মানিক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২২ জুলাই) উপজেলার মরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা শহর থেকে গ্রেফতার করে র‌্যাব । সে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের গোলেনুর মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় ওই কলেজছাত্রী সুনামগঞ্জ শহরের একটি আবাসিক এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে মরটিলা এলাকার একটি গলিপথে অবস্থান নেন মানিক মিয়া। এ সময় ওই কলেজছাত্রীর শ্লীলতাহানি করেন তিনি। পরে মেয়েটির দিকে তাকিয়ে মানিক নানান অশালীন আচরণ করেন। এরপর ওই কলেজছাত্রী নিজেকে রক্ষায় সড়কের পাশে একটি বাসার দুই তলায় আশ্রয় নিয়ে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় বখাটে মানিক পালিয়ে যান। পুরো ঘটনা একটি বাসার সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে।

সিসিটিভির ক্যামেরায় ধারণ করা ফুটেজসহ বিষয়টি সুনামগঞ্জ র‍্যাব সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ককে জানানো হয়। এরপর র‍্যাব মানিককে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে।

এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদি হয়ে বখাটে মানিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Back to top button