বিনোদনসাহিত্য ও বিনোদন

পরিচালক তরুণ মজুমদার আর নেই

কলকাতার বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন।

অভিনেতা ভাস্বর চ্যাটার্জি, তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গত ১৪ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তরুণ মজুমদার। দু’দিন আগে থেকেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে।

রোববার (৩ জুলাই) থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো তাকে। তবে চিকিৎসকদের চেষ্টাকে বৃথা করে পরপারে পাড়ি জমালেন এ পরিচালক।

তরুণ মজুমদার পরিচালিত প্রথম সিনেমা উত্তম-সুচিত্রা জুটির ‘চাওয়া-পাওয়া’। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সেই তালিকায় রয়েছে, ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’র মতো উল্লেখযোগ্য কিছু সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button