খেলা

বিমানে চেপে গায়ানা গেল বাংলাদেশ দল

এবার আর ফেরি নয়, ডমিনিকা থেকে বিমানে চেপেই গায়ানা গেল টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেজে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় গায়ানা রওনা করার মুহূর্ত।

এর আগে, সেইন্ট লুসিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ দল ফেরিতে করে ডমিনিকা যায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে। এই যাত্রাটা টাইগারদের জন্য ছিল বেশ ভয়ংকর। ফেরি যাত্রাটা ভয়ানক করে তোলে দলের কয়েকজন সদস্যের অসুস্থ হয়ে পড়ায়। ৫ ঘণ্টার ফেরি যাত্রায় শুরুটা ভালো হলেও সময় গড়াতেই আতঙ্কিত হয়ে পড়ে দলের সদস্যরা।

আগামী ৭ জুলাই গায়ানার প্রভিডেন্সে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের কাছে ৩৫ রানে হেরে যায় টাইগাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button