সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন, নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু এবং আরো শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৪ জুন) রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, শনিবার (৪ জুন) রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মোট ১৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ডিপোতে বিস্ফোরণের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত পাঁচলাইশ থানার উপ- পরিদর্শক (এসআই) শাহ আলম রাতে গণমাধ্যমকে জানান, এরইমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। আহত ভর্তি হয়েছে শতাধিক। পুলিশের ৭ জন ও ফায়ার সার্ভিসের ৩ জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।