আন্তর্জাতিক

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় নিহত ৫

ইউরোপের দেশ ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি পর্যটন বিমান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার (২১ মে) এ দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন বলে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে। খবর এনডিটিভি।

যাত্রী নিয়ে উড্ডয়নের পর শনিবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটন বিমানটি। ফলে সেখানে কিছুক্ষণের জন্য ফ্লাইট বন্ধ ছিল। একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি প্রত্যক্ষ করার পর জরুরি পরিষেবায় যোগাযোগ করলে উদ্ধার অভিযান শুরু হয়।

বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে চারজন ছিলেন এক পরিবারের সদস্য।

ঘটনার পর আগুর নেভানোর কাজ শুরু করে দেশটির দমকল বাহিনী। ঘটনাস্থলে প্রায় ৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। সেখানকার আঞ্চলিক কর্মকর্তারা জানান, গ্রেনোবলের প্রসিকিউটররা কী ঘটেছে, তা তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button