ফিচার

ঈদ এলে মেয়েদের হাত রাঙ্গে মেহেদিতে

মেহেদি ছাড়া যেনো ঈদের পূর্ণতা আসে না। তাই ঈদের আগের দিন রাতেই মেহেদি লাগানোর ধুম পড়ে যায়। পার্লারগুলোতেও থাকে ব্যস্ততা। মেহেদি বিক্রেতারও থাকে ব্যস্ততা।
রাজধানীর কিছু পার্লার ঘুরে দেখা গেলো, ৫ বছরের মেয়ে শিশু থেকে শুরু করে কিশোরী তরুণীসহ সব বয়সী নারীদের মেহেদি দেয়ার ভিড়। পার্লারগুলো থেকে জানা গেলো, ডিজাইন অনুযায়ী  ৩০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত নিচ্ছে মেহেদি লাগানোর খরচ।
অনেকে আবার প্যাকেট মেহেদি কিনে নিয়ে বাসায় নিজেরায় হাতে লাগান। আর তাই ফুটপাত থেকে শুরু করে, কসমেটিক্সএর দোকানেও এখন প্যাকেট মেহেদি বিক্রির ধুম । প্যাকেটগুলোর দাম ৩০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত।
ঈদ এলে মেয়েদের হাত রাঙ্গে মেহেদিতে

তবে অনেকেই কষ্ট করে দুই হাত ভরে মেহেদি পরলেও গাঢ় রঙের অভাবে তা সৌন্দর্য হারায়। আবার অনেক সময় সারারাত হাতে মেহেদি রাখলেও গাঢ় রং মেলে না। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল—

তাই যে কোনো অনুষ্ঠান বা উৎসবে মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তা হলেই পাবেন মেহেদির গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল :

মেহেদি ব্যবহারের আগে হাত-পা শেভ কিংবা ওয়াক্স করবেন না।

গাঢ় রং পেতে ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন।

সর্বোচ্চ ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।

মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘঁষে তুলে ফেলুন। তবে লেবু ও চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না।

সাবান পানি দিয়ে মেহেদি তুলবেন না। এমনকি মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওখানে পানি লাগাবেন না।
সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থানে। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে স্থানটি ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে। সকালে দেখবেন মেহেদির রং অনেকটাই গাঢ় হয়েছে।
ঈদ এলে মেয়েদের হাত রাঙ্গে মেহেদিতে
আরো কিছু সতর্কতা জেনে রাখুন।
নিযে যা খুশি একটা ব্র্যান্ড ব্যবহার করেন এটা আপনার ইচ্ছা। কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন ইন্সট্যান্ট মেহেদি দেওয়া থেকে বিরত থাকতে চেষ্টা করুন। ওই মেহেদিগুলো তৈরি করা হয় বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে। এইজন্য দ্রুত রঙ আসলেও ত্বকের অনেক ক্ষতি হয়। আর শিশুদের ত্বক অনেক বেশি কমনীয় হওয়ায় ক্ষতিটা ওদেরই অনেক বেশি হয়।
আর বাজারে এখন হারবাল বা অর্গানিক মেহেদিও পাওয়া যায় যেগুলোর দাম ওগুলোর সমানই। একটু সময় নিয়ে রঙ হলেও রঙ একদম পাকা হয়। ত্বকের কোনো ক্ষতিও করেনা আবার থাকেও অনেকদিন। ১০০% হালাল হওয়ার কারণে নামাজ পড়ায়ও কোনো সমস্যা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button