বিটিআরসির নতুন বিধিমালার খসড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
আজ আমার মন খারাপ, ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিলেও আইনের আওতায় নিয়ে আসার ক্ষমতা থাকবে সরকারি কর্তৃপক্ষের।
কারণ, বাংলাদেশ ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্লাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন যে রেগুলেশনের (বিধিমালা) খসড়া তৈরি করেছে সেখানে এ ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে।
এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
ফেসবুকে দেখা যায়, গণমাধ্যকর্মী তাপসী রাবেয়া আঁখি লিখেছেন, আমি আর আমার একটা মন খারাপ- বাকিটা বলবো না, টুকি।
তথ্যপ্রযুক্তি নিয়ে রিপোর্ট করেন আরেক গণমাধ্যকর্মী মিরাজুল ইসলাম জীবন তার স্ট্যাটাসে লিখেন, এবারের ঈদে তাকে কেউ পাঞ্জাবি গিফট করেনি, এতে তিনি মন খারাপ করেন নি।
ঘুড়ি তুমি করে আকাশে ওড়ো, জনপ্রিয় এ গানটির নামকরা কণ্ঠিশিল্পী লুৎফর হাসান তার ভেরিভাইড আইডি থেকে লিখেছেন, আজ আমার মন খারাপ, এই নিউজ টা কি সত্যি খবর?
এছাড়া আরো অনেকেই আজ দিনব্যাপি এই সংবাদ নিয়ে নানা মতামত তুলে ধরেছেন। কেউ কেউ এ নীতিমালার বিরোধিতা করেছেন। অনেকেই আবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আবারো পর্যালোচনার মতামত দেন।