প্রবাসে
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন এল জি আর ডি মন্ত্রী
ওয়াশিংটন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ।
শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ,ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ,মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ,মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের উদ্যেগে ভার্জিনিয়ার ফলস্ চার্চ হিউনান কাবাব রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ,ভার্জিনিয়া স্টেট আওয়ামীলীগ,মেরিল্যান্ড স্টেট আওয়ামীলীগ,মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের সহসভাপতি নুরুল আমিন নুরু। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম নবী বাকী। মঞ্চে উপবিস্ট ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের চীফ ইঞ্জিনিয়ার জনাব এস এম মহসীন, এপিএস জাহিদ হোসেন, সহ সভাপতি মোহাম্মদ আযম আজাদ,সহ সভাপতি শাহরিয়ার আলমগীর।
শুরুতেই মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান গ্রেটার ওয়াশিংটন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মিসেস রোকসানা পারভিন।
পরে সাম্প্রতিক সময়ে মন্ত্রনালয়ের কার্যক্রম সম্পর্কে এম নবী বাকী কিছুটা আলোকপাত করেন । এরপর নুরুল আমিন নুরু সূচনা বক্তব্য দেন।
এরপর বক্তব্য রাখেন এল জি আর ডি মন্ত্রী তাজুল ইসলাম। বক্তব্যে দেশের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিশদ বর্ণনা দেন তিনি।
মত বিনিময় সভায় অন্যান্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,দফতর সম্পাদক আসিফ চৌধুরী,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, সদস্য বাদল, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মোহান্মদ হক সিরাজ,ভার্জিনিয়া স্টেট আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহান্মদ মনসুর, ভারপ্রাপ্ত সাঃসম্পাদক আমানউল্লাহ,মহিলা বিষয়ক সম্পাদক শাকিলা সুলতানা লুলু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম,সাঃসম্পাদক সর্বজিৎ দাস তুর্য,যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, জনাব নাজিরুল্লাহ, জনাব মোস্তফা, গ্রেটার ওয়াশিংটন যুবলীগের সাঃসম্পাদক জাহিদ হোসেন।
এর আগে, সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ।শনিবার ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৩ টায় জে এফ কে বিমান বন্দরে পৌছান তিনি।
এ সময় তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক, দুলাল মিয়া এনাম। দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে মন্ত্রীকে অভিনন্দন জানান তারা ।
কুমিল্লা-৯ আসনের চারবারের সংসদ-সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাননীয় মোঃ তাজুল ইসলাম সেখানে রাষ্ট্রিয় কিছু কাজ সম্পন্ন করবেন বলে জানা গেছে। এর মধ্যে মঙ্গলবার ২২ফেব্রুয়ারি একটি সেমিনারে অংশ নিবেন তিনি। শুক্রবার ২৫ ফেব্রুয়ারি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আরো একটি সেমিনারে অংশ নেয়ার কথা রয়েছে।
২৭ শে ফেব্রুয়ারি ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওয়ানা হবেন তাজুল ইসলাম। ২৮ শে ফেব্রুয়ারি সকাল ৮.১৫ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে মন্ত্রীর ।