আন্তর্জাতিকগণমাধ্যম

৫ বছর বেতন নেই, নিউজরুমেই সাংবাদিকের আত্মহত্যা!

ভারতের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক টি কুমার নি কর্মস্থলেই আত্মহত্যা করেছেন ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে নিউজরুমে অচেতন অবস্থায় টি কুমারকে উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। [ খবর: এনডিটিভিদি ইন্ডিপেন্ডেন্ট ও দি ইন্ডিয়ান এক্সপ্রেস ]

ভারতিয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় (ইউএনআই) ১৯৮৬ সালে যোগ দেন ৫৬ বছর বয়সী টি কুমার। তিনি সেখানে ফটো জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি বার্তা সংস্থাটির তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন।

ইউএনআই’র কর্মীরা অভিযোগ করেন, টি কুমারের অন্তত ৫ বছরের বেতন পাওয়া ছিল। নিয়মিত বেতন না পাওয়ার কারণে তীব্র আর্থিক সংকটের ছিলেন তিনি। সেই হতাশায় তিনি আত্মহত্যা করেন।

তারা আরও বলেন, পরের সপ্তাহে কুমারের মেয়ের বাগদান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাই তিনি ৫ লাখ টাকার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাকে মাত্র ২৫ হাজার টাকা দেয় বার্তা সংস্থাটি।

টি কুমারের স্ত্রী, পুত্র ও মেয়ে রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এদিকে ইউএনআইর এডিটর-ইন-চিফ অজয় কুমার কাউল বেতন না পেয়ে নিজ প্রতিষ্ঠানের এক সাংবাদিকের আত্মহত্যার ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। ‘পুলিশের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে তিনি এও বলেন, আত্মহত্যার আগে টি কুমার কোনো সুইসাইড নোট রেখে যাননি। (কোনো সমস্যা থাকলে) আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে কারণ হিসেবে সেখানে তিনি আর্থিক চাপ বা বেতন বকেয়ার মতো কিছু উল্লেখ করে যেতেন।

তার দাবি, এটি কি আসলেই আত্মহত্যা নাকি অন্য কিছু? আমরা চাই পুলিশ এটি ভালোভাবে তদন্ত করুক।’

সাংবাদিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা কে পালানিস্বামী। সাংবাদিকদের তহবিল থেকে টি কুমারের পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button