আইপিএল নিলামের প্রথম দিনে অবিক্রিত সাকিব
সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এর নিলামের প্রথম দিনে অবিক্রিত রয়েছেন।
এদিন কোনো ফ্র্যাঞ্চাইজিই নিলামের সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবকে কিনতে আগ্রহী ছিলো না।
বাংলাদেশের সাকিব ছাড়াও প্রথম দিনে দল পায়নি বিশ্ব ক্রিকেটের বড় বড় আরও কয়েকটি নাম। ২ কোটি ভিত্তিমূল্যের অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও দল পাননি প্রথম দিনের নিলামে। সেসঙ্গে দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার ও ভারতীয় অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়নাও রয়ে গেছে অবিক্রিত।
এদিকে নিলামের প্রথম দিনে মধ্যহ্নভোজের আগ পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে দিল্লী ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাকে এবার নিজেদের দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা শিবিরে ফিরছেন অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও। তাকে কিনতে শাহরুখ খানের দলের খরচ হয়েছে ৭কোটি ২৫ লাখ রুপি। এ বাদেও দ্বিতীয় ধাপের নিলাম থেকে ৮ কোটি রুপিতে কলকাতা দলে ভিড়িয়েছে নিতিশ রানাকে।
এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এর মধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।
এবারের আসরে আগের আট দলের সঙ্গে যোগ দিয়েছে নতুন দুই দল লক্ষ্মৗ ও গুজরাট।