করোনাজাতীয়

শ্রমজীবী মানুষকে টিকা দেয়া শুরু

আজ থেকে শ্রমজীবী মানুষকে টিকা দেয়া শুরু হয়েছে।

দোকান, হোটেল শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার আওতায় আনার লক্ষ্যে আজ শনিবার সকালে উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়।

টিকার এ কার্যক্রম চলবে আগামী ১০ দিন পর্যন্ত।

এ ছাড়া ঢাকা শহরকে নয়টি জোনে ভাগ করা হয়েছে। প্রথমে টিকা পাবেন ঢাকা শহরের পাঁচ লাখ কর্মচারী, শ্রমিক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও ফুটপাতের হকার।

পরে পর্যায়ক্রমে সারা দেশে এই শ্রেণির মানুষকে টিকার আওতায় আনা হবে।

উল্লেখ্য, সরকার বাদ পড়া মানুষদের করোনার টিকার আওতায় আনার লক্ষে, গেল ৬ ফেব্রুয়ারি থেকে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও ভাসমান জনগোষ্ঠিকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button