র্যাব কর্মকর্তাদের প্রবেশ নিষেধাজ্ঞা ইস্যূতে বাংলাদেশের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র : মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রে প্রবেশে কিছু কর্মকর্তার নিষেধাজ্ঞা ইস্যুতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে এক সামাজিক মতবিনিময় সভায় মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরী মীক্স একথা জানান।
কংগ্রেস ম্যান আরো জানান, বাংলাদেশের পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর কতিপয় ব্যক্তির বিরুদ্ধে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে নয়।
নিউইয়র্কের কুইন্সে অবস্থিত আটলান্টিক ডাইনার রেস্টুরেন্টে হাউজ ফরেন রিলেশনস কমিটি এর সৌজন্যে দেয়া ওই “সামাজিক মতবিনিময়” সভায় গ্রেগরী মীক্স বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতৃত্ব দিবে।
এ সময় এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন গ্রেগরী মীক্স। চলতি বছরের মাঝামাঝিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন গ্রেগরী মীক্স।
উল্লেখ, ‘গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর ২০২১ (শুক্রবার) মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছয় জন কর্মকর্তা হচ্ছেন: চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (র্যাবের বর্তমান মহাপরিচালক), বেনজির আহমেদ (সাবেক র্যাব মহাপরিচালক, জানুয়ারি ২০১৫-এপ্রিল ২০২০), খান মোহাম্মদ আজাদ (বর্তমান অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স), তোফায়েল মুস্তাফা সরওয়ার (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, জুন ২০১৯-মার্চ ২০২১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, সেপ্টেম্বর ২০১৮-জুন২০১৯), এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, এপ্রিল-২০১৬-সেপ্টেম্বর ২০১৮)।
এতে বলা হয়, গুরুতর মানবাধিকার লংঘনে জড়িত থাকার জন্য তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর – যার ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন।