ধর্ষণের অভিযোগে একাত্তর টিভির বার্তা সম্পাদক শাকিলের বিরুদ্ধে মামলা
বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী।
গত বৃহস্পতিবার রাতে গুলশান থানায় এ মামলা করা হয়েছে।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, অভিযোগকারী ওই নারী সরকারি রোগতত্ব গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর এর চিকিৎসক। তিনি এর আগে শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছিলেন।
সে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৭ মাস আগে সংবাদ উপস্থাপকের চাকরি নিতে বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনে গেলে, বিয়ে করার প্রলোভনে অবৈধ সম্পর্ক গড়ে উঠে প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদের সঙ্গে।
সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে আর বিয়ে করতে রাজি হননি।
ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।
এ বিষয়ে অন্য এক গণমাধমে শাকিল আহমেদ জানান, একাত্তর টিভিতে থাকার কারণেই তিনি ‘ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু’ হয়েছেন।