আন্তর্জাতিককরোনাজাতীয়
অবশেষে ডব্লিউএইচও’র অনুমোদন পেলো ভারতের কোভ্যাক্সিন
অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলো ভারত বায়োটেকের তৈরি করোনারোধী টিকা কোভ্যাক্সিন। খবর: এনডিটিভি।
বুধবার (৩ নভেম্বর) কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে, করোনার বিস্তার রোধে এখন বিশ্বব্যাপী কোভ্যাক্সিন ব্যবহারের আর কোন বাধা থাকলো না।
এছাড়া অগণিত শিক্ষার্থীসহ এই টিকা নেয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পেতে পারেন।
নিজেদের তৈরি এই টিকার অনুমোদনের জন্য গত এপ্রিলে আবেদন করেছিল ভারত বায়োটক। গত জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্যগুলো। অবশেষে কোভ্যাক্সিনকে অনুমোদন দিলো ডব্লিউএইচও।