জাতীয়

জেল হত্যার রায় কার্যকরে সর্বাত্মক চেষ্টা চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেল হত্যার বিচারের রায় কার্যকর করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

বুধবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত কয়েকজন অপরাধীর বিচারকাজ শেষ করে রায় কার্যকর করা হয়েছে। বাকি অপরাধীদের খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে সবধরনের চেষ্টা চলছে। যখনই তাদের ধরা হবে তখনই রায় কার্যকর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ, সিমিন হোসেন রিমি, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল করিম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকসহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button