জাতীয়লিড স্টোরি

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ, দেশের বিভিন্ন স্থানে দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দিরে-মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। স্লোগানে স্লোগানে তারা বলছেন, ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি।

অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জেরে দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button