আন্তর্জাতিকবিনোদন

প্রখ্যাত সংগীতশিল্পী লতাকে শেষ শ্রদ্ধা জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাথা নিচু করে শেষ বারের মতো তাকে প্রণাম করেন তিনি।

স্থানীয় সময় পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মরদেহ নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে শিবাজি পার্কে নেয়া হয়। সর্বস্তরের মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান প্রিয় শিল্পীকে।

শিবাজি পার্কের মাঠে বাজানো হচ্ছে লতা মঙ্গেশকরের বিভিন্ন গান। আটজন পুরোহিত শেষকৃত্যের আচার পালন করবেন।

এদিন একাধিক টুইটে লতার মৃত্যুর খবরে সমবেদনা জানান মোদি।

মোদি বলেন, ‘স্বর্গে চলে গিয়েছেন লতা দিদি। আমার মতো অনেকেই গর্ব করে বলবে যে, তার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনি যেখানেই যান না কেন, আপনি সব সময় লতাদির প্রিয়জনকে খুঁজে পাবেন। তার সুরেলা কণ্ঠ সব সময় আমাদের সঙ্গে থাকবে। আমি তাকে ভারাক্রান্ত হৃদয়ে শ্রদ্ধা জানাই।’

প্রসঙ্গত, দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button