জাতীয়

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের জঙ্গি হামলার আশংকা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে র‌্যাব।’

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। সবধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পরিদর্শন শেষে তিনি বলেন, পূজায় স্থলনিরাপত্তা জোরদারের পাশাপাশি আকাশপথে হেলিকপ্টার টহল টিমের নজরদারি থাকবে।  মন্ডপে মন্ডপে গোয়েন্দা নজরদারি ও সাইবার টিম সার্বক্ষণিক নজরদারিতে রাখছে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

শারদীয় দুর্গোৎসবে অংশ নেয়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button