বিবিসি মিডিয়া অ্যাকশনের গণতন্ত্র ও উন্নয়নের জন্য জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ক প্রকল্প ‘প্রটেকটিং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডিভালপমেন্ট’-প্রাইমড উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রধান নির্বাহী ক্যারোলিন নার্সির ভিডিও বক্তব্যের পাশাপাশি বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আল-মামুন সমাপনী বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রকল্পটির সাফল্য কামনা করে বলেন, এ প্রকল্পের আওতায় গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি পাবে। ভালো সংবাদের গুরুত্ব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আশাহীন মানুষ যেমন স্বপ্ন দেখতে পারে না, আশাহীন জাতিও এগুতে পারে না। গণমাধ্যমের অন্যতম দায়িত্ব মানুষকে, জাতিকে আশাবাদী করে তোলা, ভবিষ্যতের পথ দেখানো। আশা করি, সমাজের ত্রুটি-বিচ্যূতির পাশাপাশি গণমাধ্যম ইতিবাচক দিকগুলোও তুলে ধরবে। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশের ক্রমপ্রসারমান গণমাধ্যম ক্ষেত্রের সাথে কাজ করতে পেরে যুক্তরাজ্য সরকার আনন্দিত।
প্রাইমড প্রকল্প দু’দেশের সম্পর্কেও আরো নৈকট্য নিয়ে আসবে। প্রাইমড প্রকল্পের অংশীদার প্রতিষ্ঠানগুলোর পক্ষে দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আনজুমান নিকোল এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজী টিভি’র প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডিভালপমেন্ট অফিস-এফসিডিও এর অর্থায়নে প্রাইমড প্রকল্পের আওতায় গণমাধ্যমের সম্পাদকীয় উন্নয়ন, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা বিষয়ে যমুনা টেলিভিশন, বাংলা ট্রিবিউন, দৈনিক গ্রামের কাগজ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সাথে কাজ করছে বিবিসি মিডিয়া অ্যাকশন।