রাজনীতি

কাউন্সিলের মাধ্যমে থানা ও ওয়ার্ড কমিটি করবে মহানগর দক্ষিন বিএনপি

কাউন্সিলের মাধ্যমে থানা ও ওয়ার্ড কমিটি করবে মহানগর দক্ষিন বিএনপি।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মহানগর দক্ষিনের আহবায়ক আবদুস সালাম এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘‘২ আগস্ট এই আহবায়ক কমিটি হয়েছে। দক্ষিনে ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ড রয়েছে। আমরা নতুনভাবে সংগঠন গড়ে তুলতে ৮টি ভাগে নেতৃবৃন্দকে দায়িত্ব দেয়া হয়েছে। এই পর্যন্ত প্রায় ২৫ হাজারের কাছাকাছি আমাদের তথ্য ফরম নেতা-কর্মীদের কাছে বিতরণ করেছি এবং আগামীকাল পরশুর মধ্যে তথ্য ফরম আমাদের কাছে চলে আসবে। এরপর আমরা প্রত্যেক থানা ও ওয়ার্ডে কর্মী সভা করবো।”

‘‘ বিএনপি একটি গণতান্ত্রিক সংগঠন। গণতান্ত্রিকভাবে আমরা সংগঠন গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কাউন্সিল করবো, কাউন্সিলের মাধ্যমে সংগঠন হবে। আমাদের সংগঠন হবে গণতান্ত্রিকভাবে। এই কাউন্সিলের জন্য আমরা কর্মীসভা করবো সব ওয়ার্ডে।”

এই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও থানায় যাতে কর্মীসভা করা যায় সেজন্য আইনশৃঙ্থলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন আবদুস সালাম।

তিনি বলেন ‘‘ আমাদের কর্মীসভাগুলো করতে পুলিশ যেন বাধা না দেয় সেব্যাপারে আমরা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানাতে চাই। আমরা এ বিষয়টি নিয়ে তার সাথে দেখা করার চেষ্টা করছি।” তিনি অভিযোগ করে বলেন, ‘‘ আমরা কোথাও কোনো সভা করতে পারি না। কেবলমাত্র কেন্দ্রীয় অফিস ও মহানগর এবং এই অঞ্চলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের বাসার অফিস ছাড়া আর কোথাও আমরা বসতে পারি না।”

‘‘ যারা এই সরকারের অধিনে এখনো নির্বাচনের কথা বলেন তাদেরকে বলব, আগে সরকার অন্তুত এগু্লো নিশ্চিত করুক আমাদের অফিসে যাতে হামলা না দেয়, আমাদের কর্মীসভাগুলো করতে দেয়, আমাদের সম্মেলনগুলো যাতে করতে দেয়। এসব তারা করতে দেয় না। তারা শুধু আওয়ামী লীগ সভা করে বেড়াবে, তাদের অফিসের সামনে জনসভা করবে, মিছিল করবে আর বিএনপিতে করতে দেবে না- এটা হতে পারে না।”

রাজধানীতে ডেঙ্গু মশক নিধনের বছর ব্যাপী পরিকল্পনা, করোনা চিকিতসায় ঢাকা দক্ষিনের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ স্থাপন, মহানগরীর হোল্ডিং ট্যাক্স মওকুফ, মাদক, শিশু নির্যাতন ও নারীর সম্ভ্মহানির মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, দ্রব্যমূল্যের উধর্বগতি রোধে দ্রুত ব্যবস্থা নেয়া, যানজট নিরসনের ব্যবস্থা গ্রহন এবং দখলকৃত খেলার মাঠ উন্মুক্তসহ নতুন মাঠের ব্যবস্থা নেয়া, জলাবন্ধতার নিরসন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং কারাবন্দিদের মুক্তিসহ ২৩ দফা তুলে ধরেন মহানগর দক্ষিনের আহবায়ক।

নয়া পল্টনে কমিউনিটি সেন্টারে মহানগর দক্ষিনের উদ্যোগ সাংবাদিকদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠান হয়। আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। নুষ্ঠানে মহানগর দক্ষিন আহবায়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, যুগ্ম আহবায়ক নবী উল্ল্যাহ নবী, ইউনুস মৃধা, মোঃ মোহন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুন উর রশিদ হারুন, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এসকে সেকেন্দার কাদির ও মনির হোসেন চেয়ারম্যানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, কৃষক দলের হাসান জাফির তুহিন, উলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতারাও এই মতবিনিময় সভায় ছিলেন। গত ২ আগস্ট দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামকে আহবায়ক ও যুব দল দক্ষিনের সভাপতি রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ৪৯ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি।

একই সময়ে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমানকে আহবায়ক ও ক্রীড়া সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে উত্তরের ৪৭ সদস্যের আহবায়ক কমিটিও করা হয়। সর্বশেষ ২০১৭ সালের ১৮ এপ্রিল হাবিবউন নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিন এবং এম এ কাইয়ুমকে সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button