আন্তর্জাতিকলিড স্টোরি

মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরলেন পর্যটকরা

মহাকাশ তিনদিন ভ্রমণ শেষে শনিবার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ৪ পর্যটক। খবর: বিবিসি

সাধারণ পর্যটক হিসেবে মহাকাশ ও পৃথিবীর কক্ষপথে ভ্রমণ এটিই প্রথম।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ সেপ্টেম্বর) ঐতিহাসিক সফর শেষে, আটলান্টিক মহাসাগরে স্পেসএক্স-এর ক্যাপুসলে করে অবতরণ করে তারা।

মহাকাশ থেকে তাদের ফেরার দৃশ্য সরাসরি সম্প্রচার করে স্পেসএক্স।

এর আগে, গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জনকে নিয়ে কক্ষপথের উদ্দেশে রওনা হয় স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেট। এই মহাকাশ যাত্রার নাম দেওয়া হয় ‘ইন্সপিরেশন ফোর’।

এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট। ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স’র রকেট। মিশনে ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের নেতৃত্বে আরও তিন সাধারণ যাত্রী অংশ নেন। এই তিনজন হলেন, পেডিয়াট্রিক ক্যানসার থেকে বেঁচে যাওয়া ২৯ বছর বয়সী হেইলি আর্সেনউক্স। দ্বিতীয়জন মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ক্রিস সেমব্রোস্কি। তৃতীয় ব্যক্তি ৫১ বছর বয়সী ভূতত্ত্ববিদ সিয়ান প্রক্টর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button