রাজনীতি

ই-কমার্স ব্যবহারে জনগণকে উৎসাহিত করুন: যুব প্রতিমন্ত্রী

ই-কমার্স ব্যবহারে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

শুক্রবার সকালে ই-কমার্স ওয়েব kidorkarbd.com (কী দরকার বিডি ডট কম) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সকল উদ্যোক্তাদের প্রতি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে মানুষকে ই-কমার্স সাইটগুলোর সাথে পরিচয় করাতে হবে এবং সেগুলো ব্যবহারে কী কী সুবিধা রয়েছে, তা জানাতে হবে। সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের একাজে এগিয়ে আসতে হবে।

ডিজিটাল এবং ই-কমার্স পদ্ধতি যে কতটা প্রয়োজন, করোনা মহামারি তা আমাদের আরো বুঝিয়ে দিয়েছে, বলেন জাহিদ আহসান রাসেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button