করোনাজাতীয়লিড স্টোরি

মঙ্গলবার করোনার টিকা নিয়েছে ৩০ লাখের বেশি মানুষ

রাজধানীসহ সারা দেশে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করোনার টিকা নিয়েছেন আরও ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন।

প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৭৩৫ জন ও নারী এক লাখ ৭ হাজার ৯৪৩ জন।
দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৭৮ হাজার ১২০ জন এবং নারী ১৩ লাখ ১২ হাজার ৯০৮ জন।

মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন‌। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে, দেশে টিকা গ্রহণের জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন।

এদিকে করোনায় সোমবার (৬ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button