প্রবাসে
জাপানে কানসাই যুবলীগের কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাপান শাখার অন্তর্গত কানসাই শাখার কমিটি গঠন করা হয়েছে। ডা. অসীম কুমার সাহাকে সভাপতি ও শামিমুল আজাদ রাজুকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার যুবলীগ জাপান শাখার সভাপতি এবিএম শাহজাহান এবং সাধারণ সম্পাদক মীর হোসেন মিলন এ কমিটির অনুমোদন দেন। জাপান যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান আকাশ। কমিটিকে স্বাগত জানিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন জাপান কানসাই শাখা আওয়ামী লীগ সভাপতি আবু সাদাত সায়েম এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। একই সঙ্গে কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন কানসাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজুল করিম ও সাধারণ সম্পাদক উৎপল মল্লিক এবং ওসাকা ছাত্রলীগ সভাপতি সাকিব হাসান ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রিয়াদ প্রমুখ।