আদালত

১৫ সদস্যের এডহক বার কাউন্সিল গঠন করেছে সরকার

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের এডহক বার কাউন্সিল গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

এর আগে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল ৩ আগস্ট এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হওয়ার পরিপ্রেক্ষিতে এই এডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।

জানান, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ (রাষ্টপতির ১৯৭২ সালের ৪৬ নম্বর আদেশ) এর অনুচ্ছেদ (৮) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্যের সমন্বয়ে এই এডহক বার কাউন্সিল গঠন করে। কাউন্সিলের সদস্যগণ হলেন:

(১) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি ইহার চেয়ারম্যানও হবেন; বাংলাদেশের সুপ্রিম কোর্টের (২) সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন; (৩) সিনিয়র এডভোকেট আব্দুল বাসেত মজুমদার; (৪) এডভোকেট সৈয়দ রেজাউর রহমান ; (৫) এডভোকেট মোখলেছুর রহমান বাদল; (৬) এডভোকেট এইচ এ এম জহিরুল ইসলাম খান (জেড আই খান পান্ন); (৭) এডভোকেট শাহ মো. খসরুজ্জামান ও (৮) এডভোকেট মো. কামরুল ইসলাম; ঢাকা আইনজীবী সমিতির (৯) এডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু; চট্টগ্রাম আইনজীবী সমিতির (১০) এডভোকেট মুজিবুল হক; সিলেট আইনজীবী সমিতির (১১) এডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু ; ময়মনসিংহ আইনজীবী সমিতির (১২) এডভোকেট কবির উদ্দিন ভূঞা; খুলনা আইনজীবী সমিতির (১৩) এডভোকেট পারভেজ ইসলাম খান; রাজশাহী আইনজীবী সমিতির (১৪) এডভোকেট মো. ইয়াহিয়া এবং সিরাজগঞ্জ আইনজীবী সমিতির (১৫) এডভোকেট মো. আব্দুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, এই এডহক বার কাউন্সিলের মেয়াদ হবে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। এই অ্যাডহক বার কাউন্সিল আগামী ৩১ মে ২০২২ তারিখ বা তার আগে বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন করবে এবং নির্বাচনের মাধ্যমে গঠিত বার কাউন্সিল ১ জুলাই ২০২২ তারিখে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button