ফেসবুক থেকে
ফুটবলের রাজপুত্রকে আজ অনেক মিস করছি: একরাম আজিমের ফেসবুক থেকে
গ্যালারীর এক কোণে থাকতেন, আকাশী নীলদের জন্য গলা ফাটাতেন, তাদের হয়ে পাগলামি করতেন।
.
কখনও খেলা দেখে উল্লাস করেছেন, কখনও বিমর্ষ হয়ে বসে ছিলেন। কখনও বা পাগলামি করে প্রায় গ্যালারি ঘেঁষে এমনভাবে উল্লাসে মেতে উঠেছিলেন যে দুইজনের তাকে পেছন থেকে ধরে রাখতে হইছে। ম্যাচ শেষে অসুস্থ হয়ে হাসপাতালেও গিয়েছেন।
.
তার এই পাগলামি, এই বুনো উল্লাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সে ফুটবল খেলায় অতিমানব হলেও আসলে আমাদের মতই রক্ত-মাংসের, দোষ-গুণের, হাসি-কান্নার মানুষ। এ ম্যান অফ ফ্লেয়ার অ্যান্ড ফ্ল। আমরা বাঙালিরা অনেকটাই তার মতো আবেগপ্রবণ।
.
আজ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ অথচ একসাথে খেলা দেখা হবে না। ফুটবলের রাজপুত্র, আজ আপনাকে অনেক মিস করছি, অনেক।