করোনাজাতীয়

সাত জেলায় লকডাউনে খোলা থাকবে পোশাক কারখানা

আগামী মঙ্গলবার (২১ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় শুরু হচ্ছে লকডাউন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেয়া এ লকডাউনের মধ্যেও সাত জেলায় তৈরি পোশাক কারখানা চালু থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গাজীপুরসহ যে সাত জেলায় লকডাউন রয়েছে সেখানে তৈরি পোশাক কারখানা চালু থাকবে। সোমবার বিকেলে (২১জুন) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মহিউদ্দিন রুবেল বলেন, আজ ২১ জুন ২০২১ তারিখ, নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০৩.২০.১৮৭ ‘‘করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ’’ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ একটি নোটিশ জারি করেছে। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তৈরি পোশাকখাত এর আওতা বহির্ভূত থাকবে।

লকডাউনের আওতাভূক্ত জেলাগুলো হলো, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button