অর্থ বাণিজ্য

চলে গেলেন ‘গরিবের কণ্ঠস্বর’ ডি উলফেনসন

বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস ডি উলফেনসন আর নেই। ৮৬ বছর বয়সে সাবেক এই ব্যাংক কর্মকর্তা মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে মারা যান। বিশ্বব্যাংকের দায়িত্বে থাকাকালে ডি উলফেনসন দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফ করার কারণে ‘গরীবের কণ্ঠস্বর’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন।

সলোম্যান ব্রাদার্সের সাবেক অংশীদার উলফেনসন ৯৯৯৫ সালের মে থেকে ২০০৫ সালে জুন পর্যন্ত বিশ্বব্যাংকের দায়িত্বে ছিলেন। তিনি ২০০৪ সালে বাংলাদেশ সফরেও এসেছিলেন।

ডি উলফেনসন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস। শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, উলফেনসন দারিদ্র্য দূর করতে এবং দুর্নীতি রোধে তার প্রচেষ্টা দ্বিগুণ করেছেন। তিনি গরীবদের পক্ষে কথা বলেছেন।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন সংস্থাটির বর্তমান প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভাও। তিনি শোকবার্তায় বলেছেন, ‘উলফেনসন অনেকের মতো আমার কাছেও নায়ক ছিলেন। জিম উন্নয়নের বিশ্বকে রূপান্তরিত করেছিলেন আর তিনি বিশ্বব্যাংককে। সেই হিসেবে তিনি আক্ষরিক অর্থেই এই বিশ্বে গরীব মানুষের জন্য কণ্ঠস্বর হয়ে ওঠেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button