খেলা

র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি মিরাজ-মোস্তাফিজের

আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে র‍্যাংকিংয়ে এগিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

দুই ম্যাচে মিরাজ নিয়েছেন ৭ উইকেট। দুর্দান্ত এই পারফরমেন্সে তিন ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে মিরাজের রেটিং পয়েন্ট এখন ৭২৫।

অন্যদিকে আট ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট ৬৫২। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে এখন পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন তিনি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির ও প্যাট কামিন্সদের মতো বোলারদের।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭৩৭।

এদিকে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি করেছেন মুশফিকুর রহিম। তার অবস্থান এখন ১৪ নম্বরে। ৪ ধাপ এগিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে খেলেছেন যথাক্রমে ৮৪ এবং ১২৫ রানের ইনিংস।

সেসঙ্গে প্রথম দুই ম্যাচে ৫৪ ও ৪১ রান করায় ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তার অবস্থান এখন ৩৮ নম্বরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button