করোনাজাতীয়

মাস্ক পরা শতভাগ নিশ্চিতে বিশেষ ক্ষমতা পাচ্ছে পুলিশ

শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে, পুলিশকে নির্বাহী ক্ষমতা দেয়া হচ্ছে।

মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ সংশোধন করে পুলিশকে এই ক্ষমতা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা দেখছি শতভাগ মাস্ক পরার বিষয়টি হচ্ছে না। এজন্য আমাদের পরিকল্পনা হচ্ছে, অবশ্যই শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে হবে। জেলা শহর, সিটি করপোরেশন, পৌরসভাসহ যেসব স্থানে জনসমাগম বেশি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে- এই কানেকটিভিটির জায়গাগুলোতে আমাদের শতভাগ মাস্ক পরানোর চিন্তা-ভাবনা রয়েছে।’

‘পরিকল্পনা আছে আমাদের যে আইনটি (সংক্রামক রোগ-প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল-আইন, ২০১৮) আছে সেখানে কিছু সংশোধনী এনে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে কিছু কাজ করা যায় কিনা- আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। কারণ আমরা তো এভাবে দীর্ঘদিন বন্ধ রাখতে পারি না।’

ফরহাদ হোসেন আরো বলেন, আইনটি দ্রুত সংশোধনের চিন্তা-ভাবনা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা করতে হবে। কর্মকাণ্ডও চালিয়ে নিতে হবে, আবার মাস্কও পরতে হবে। শতভাগ মাস্ক পরানো নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button