জাতীয়

ভার্চ্যুয়াল শুনানিতে বুধবার ১৩৪৯ আসামি জামিন পেয়ে কারামুক্ত

চলমান লকডাউনের মধ্যে সারাদেশের নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে গত বুধবার (২১ এপ্রিল) এক হাজার ৩৪৯ জন কারাবন্দি আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতী জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ জন ও ২১ এপ্রিল এক হাজার ৩৪৯ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট সাত কার্যদিবসে ১৩ হাজার ৬০৭ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button