আন্তর্জাতিক

ইরাকের মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে। বুধবার রাতে ড্রোন দিয়ে অঞ্চলটির রাজধানী এরবিলের ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যায়। [ খবর :  রয়টার্স ]

ইরাকি একটি টিভি চ্যানেলের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর পরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় এবং আগুন লাগার এ দৃশ্য বহুদূর থেকে দেখা গেছে। ঘটনার পর মার্কিন কনস্যুলেট ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সড়ক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

মার্কিন বিমানঘাঁটিতে অন্তত একটি রকেট আঘাত হেনেছে বলে স্থানীয়রা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলছেন, হামলার পর পরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা গেছে, যেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে নিশ্চিত করেছেন।

এরবিলের গভর্নর ওমেদ খোশনাউ দাবি করেছেন, হামলায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button