জাতীয়

আদালতের বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রধান বিচারপতি : আনিসুল হক

নভেল করোনা ভাইরাস মহামারির এই বিরূপ বাস্তবতায় আদালতের কার্যক্রম সচল রাখা না রাখার বিষয়ে কী সিদ্ধান্ত, তা প্রধান বিচারপতি জানাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আদালত বন্ধ বা খোলা রাখার এখতিয়ার প্রধান বিচারপতির। আমার বিশ্বাস করোনা ভাইরাসের তীব্রতা বা কমে যাওয়া বিবেচনা করে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন।’

মতিন খসরু প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি ছাত্রলীগ করার সময় থেকে তাকে আমি চিনি। তিনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন।’

আইনমন্ত্রী জানান, ‘মতিন খসরু পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি প্রথমে আইন প্রতিমন্ত্রী ও ৬ মাস পর পূর্ণমন্ত্রী হন। ব্যক্তিগতভাবে তিনি আমাকে স্নেহ করতেন।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার সময় আব্দুল মতিন খসরু মন্ত্রী ছিলেন। কাজ শেষ করে তিনি সন্ধ্যাবেলা আসতেন। আমাদের কাজ শেষ হলে তিনি বাড়ি ফিরতেন। ১৯৯৬ সালে ইনডেমনিটি আইন বাতিলের সময় তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা আজও স্মরণীয়। সেদিন তিনি মানুষকে কাঁদিয়ে ছিলেন।’

বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে দেশের আইন অঙ্গনে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন আইনমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button