জাতীয়

মে মাসে সারা দেশে ইউপি নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি ইউনিয়ন পরিষদক (ইউপি) নির্বাচন শুরু হবে।

বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী বিকেলে, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে, নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্র্যাসির (আরএফইডি)’ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, বিদায়ী কমিটির সংবর্ধন ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা জানান।

নূরুল হুদা বলেন, এপ্রিলের ৭ তারিখে আরেক দফা পৌরসভা নির্বাচন হবে। একইসঙ্গে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। কয়েকটি পৌরসভা ও ইউপিতে ভোট করা যায় তা পর্যালোচনা করে ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে রমজানে নির্বাচন হবে না। মার্চ মাসেও কোনো নির্বাচন করা সম্ভব হবে না। কারণ, আমাদের ভোটার তালিকা তৈরি করা, সেটা চূড়ান্ত করা, তালিকার সিটি করে প্রার্থীদের দিতে হবে। এসব কাজে এক মাস সময় চলে যাবে।’

আসছে নির্বাচনগুলো অতীতের চেয়েও সুষ্ঠু ও সংঘাতমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button