জাতীয়

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল শাহবাগ, সব সড়ক অবরুদ্ধ

পরীক্ষা ছাড়াই ‘অটো পাস’সহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা “আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে”, “শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “এক দেশে দুই নীতি চলবে না চলবে না”- এসব স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি:
*কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে হবে।

*সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে।

*২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

*অবিলম্বে ‘অটো পাস’ দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button