খেলা

মায়ার্সের বিশ্ব রেকর্ড, উইন্ডিজের ঐতিহাসিক জয়

দিনশেষে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো টিম টাইগারসকে। আর ইতিহাস গড়লেন অতিমানবীয় ইনিংস খেলেছেন কাইল মায়ার্স।

২১০ রানের হার না মানা ইনিংস খেলেছেন এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। সঙ্গে বান্নারের ৮৬ রানের ইনিংসটিও থাকবে স্মরণীয় হয়ে।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ২৫৯ রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারীরা। স্বাগতিকরা ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরি ও লিটন দাসের হাফসেঞ্চুরিতে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে। আর তাতে ক্যারিবীয়ানদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রান।

চতুর্থ দিনের শেষ বিকেলে ৫৯ রানে তিন উইকেট হারানো উইন্ডিজ যখন কূল হারিয়ে হাতরাচ্ছিল, তখন থেকেই দাঁতে দাঁত কামড়ে লড়াইটা শুরু করেছিলেন মায়ার্স ও বান্নার। ৩ উইকেটে ১১০ রান নিয়ে চতুর্থ দিন শেষ করার পর পঞ্চম দিনেও প্রথম সেশনে অবিচ্ছিন্ন থাকে এই জুটি। ২১৬ রানের জুটি গড়ে দলীয় ২৭৫ রানে সাজঘরে ফিরেন বান্নার। এরপরই আউট হন জার্মেইন ব্ল্যাকউড।

বাংলাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ার সঙ্গে টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিরল নজির গড়লো ক্রেগ ব্রাথওয়েটের দল।

২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩১৭ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতেছিল উইন্ডিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button