খেলা

মিরাজের সেঞ্চুরিতে ৪৩০ রানে থামলো বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৪৩০ রানের সংগ্রহ বাংলাদেশের। এ সংগ্রহের কৃতিত্ব মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, সাকিব আল হাসান ও সাদমান ইসলামের হাফসেঞ্চুরিতে।

দলের পক্ষে মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, লিটন দাস ৩৮, মুশফিকুর রহিম ৩৮, অধিনায়ক মুমিনুল হক ২৬ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানের ইনিংস খেলেছেন।

৫ উইকেটে ২৪২ রানে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করার পর বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে দ্বিতীয় দিনের শুরুতেই লিটনকে হারায় বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যানের শিকার হয়ে সাজঘরে ফিরেন আগের দিন ৩৪ রানে অপরাজিত থাকা লিটন। ক্যারিয়ারের ২৫তম ফিফটি হাকিয়ে মধ্যাহ্নবিরতির আগ মুহূর্তে রাকিম কর্নওয়েলের বলে শর্ট গালিতে ক্যাচ তুলে ৬৮ রান করে সাজঘরে ফিরেন সাকিব।

এরপর তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মিরাজ। তাইজুল ১৮ ও নাঈম ২৪ রান করেন। অন্যদিকে মিরাজ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। মোস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন।

গতকাল বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button