খেলালিড স্টোরি

প্রথমবার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

শক্তিশালী অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩ রানে জিতলো বাংলাদেশ। ১৩২ রানের ছোট্ট লক্ষ্যের পেছনে ছুটে শেষ পর্যন্ত ১০৮ রানে গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস।

মঙ্গলবার ৩ আগস্ট, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।

ব্যাট হাতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে মিড উইকেট দিয়ে ছক্কা মারেন ওপেনার মোহাম্মদ নাইম। ওভারের পরের চার বল ডট দেন স্টার্ক।

এরপর পরের দুই ওভার থেকে ৯ রান তুলতে পারেন নাইম ও তার সঙ্গী সৌম্য সরকার। সতর্কতার সাথে খেলা সৌম্য চতুর্থ ওভারের তৃতীয় বলে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের বলে ফিরেন। ৯ বলে মাত্র ২ রান করেন সৌম্য।

বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা নাইমও বেশি দূর যেতে পারেননি। দলীয় ৩৭ রানে নাইমকে শিকার করেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার এডাম জাম্পা। ২৯ বলে ২টি করে চার-ছক্কায় ৩০ রান করেন জাম্পা।

এরপর দলকে সামনের দিকে এগিয়ে সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

সবশেষে বাংলাদেশ সংগ্রহ দাঁড় করায় ৭ উইকেটে ১৩১ রান।

জবাবে ব্যাট করতে নেমে স্লো বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদের বলে অস্ট্রেলিয়া ১০৮ রানে অলআউট হয়ে যায়।  নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। আরেক তরুণ শরিফুল ইসলাম নেন ২ উইকেট।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অজিদের ২৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button