আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। একই সঙ্গে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিকতার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শিল্পী লেডি গাগা।

বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় বেলা ১২টায় দেশটির প্রধান বিচারপতি জন রর্বাটস বাইডেনকে শপথ পড়ান। অন্যদিকে বিচারপতি সোনিয়া সোতোমেয়র কমলা হ্যারিসকে শপথ পড়িয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে ওয়াশিংটন জুড়ে। দেশটির ৫০টি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা। তাদের সঙ্গে রয়েছেন তাদের স্ত্রী মিশেল ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

একই দিনে প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজই তিনি ওয়াশিংটন ছেড়ে চলে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button