রাজনীতি

সেনা আইনে জিয়ার মরণোত্তর বিচার চাইলেন নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সেনা আইন অনুযায়ী জিয়ার মরণোত্তর বিচার চাইলেন।

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়াজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

জাহাঙ্গীর কবির নানক বলেন, সেনা প্রধান হয়ে জেনারেল জিয়াউর রহমান সেনা বাহিনীর কোন রুলসে দল গঠন করলেন? এদেশের নির্বাচন ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

নানক বলেন, ৫০ বছর আগে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা একে একে তা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে। সেই আস্থা রয়েছে বলেই জনতার রায়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন।

বাংলাদেশ যখন উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন দেশের একটি রাজনৈতিক দল বিএনপি তা দেখতে পায় না। তাদের সময় দেশের সংবিধান, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। তাই তারা উন্নয়ন দেখতে পায় না।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুর রহমান বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করে চলেছেন। বাংলাদেশের প্রতিটি গ্রামকে আলোকিত করেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি দেশরত্ন শেখ হাসিনার উদ্দেশ্যে শপথ করে বলেন, আমাদের জীবন আপনার পাশে সমর্পন করেছি, আগামী দিনে আপনার সাথে যে কোন যুদ্ধে যেতে রাজি আছি।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশী শক্তিশালী। দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আজ উন্নত, গণমূখী ও সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার পথে। জননেত্রী শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদের পরাস্ত করতে পারবে না। আমরা সফল হব, আমরা বিজয়ী হব।

এছাড়া আরো বক্তব্য রাখেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান এমপি, সংগঠনের সহ সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, শামীম শাহরিয়ার, আব্দুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমূখ।

উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নির্মল চ্যাটার্জী, মজিবুর রহমান স্বপন, সালেহ মোহাম্মদ টুটুল, সৈয়দ নাসির উদ্দিন, ফারুক আমজাদ খান, কাজী মোয়াজ্জেম হোসেন, এড মাহফুজা বেগম সাঈদা, কৃষিবিদ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, উপদেষ্টা আবু তাহের, আশীষ কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, নুরুল ইসলাম রাজা, শাহজালাল মুকুল, আবিদ আল হাসান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ কোবাদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিল আহমেদ জুয়েল, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক সহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button