আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময়

একে অপরের সঙ্গে পরমাণু স্থাপনা ও বন্দি তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান।

গত শুক্রবার (০১ জানুয়ারি) নিজ নিজ দেশের হেফাজতে থাকা বেসামরিক বন্দি এবং নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে প্রতিবেশী দেশ দুটি। [সূত্র: এএনআই]

২০০৮ সালের চুক্তির বিধান অনুযায়ী কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই বেসামরিক বন্দি ও পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় হয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একই সঙ্গে এই তালিকা বিনিময় করে।

এতে বলা হয়, চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান পরমাণু স্থাপনাগুলো সম্পর্কে একে অপরকে প্রত্যেক বছরের জানুয়ারির প্রথম দিনে জানানোর কথা রয়েছে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তিটি ১৯৯১ সালের ২৭ জানুয়ারিতে কার্যকর হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button