জাতীয়

যুবকদের উদ্যোগক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

যুবকদেকে উদ্যোগক্তা হতে হবে-আর এজন্য সব ধরণের ব্যবস্থা যেন তারা করতে পারে সেটাই আমরা চাই, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে।

তিনি বলেন, ‘বিয়ের বাজারেও ছেলে ফ্রিল্যান্সিং করে বললে, বলে সেটা আবার কী? আমি এখানে মেয়ে বিয়ে দিবো কেন? অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তি নিতে চায় না। বলে, আপনার আয় তো নিয়মিত নয়।’

সরকার প্রধান বলেন, ‘ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে, সেটা আমি জানি। যেহেতু এখানে কোনও রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, সার্টিফিকেট নেই, স্বীকৃতি নেই, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনি কী করেন? যদি বলে ফ্রিল্যান্সার অনেকেই বুঝতেই পারে না ব্যাপারটা কী। কেউ হয়তো এটার স্বীকৃতি দেয় না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সেটা নিয়েও আমরা সজীব ওয়াজেদ জয়ের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা) সঙ্গে আলাপ-আলোচনা করে আমাদের আইসিটি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমাদের যুব মন্ত্রণালয়ও। যারা এ ধরণের ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে তারা যেন একটা স্বীকৃতি পায়। সনদ পায় বা একটা সার্টিফিকেট তাদের হাতে থাকে। তারা যে একটা কাজ করছে এবং কাজ করে তারা যে অর্থ উপার্জন করছে, এইটাও একটা কাজ।’

তিনি বলেন, ‘যেহেতু আমাদের যুবসমাজ অনেক বড়, কাজেই তারা দেশে বসেই বিদেশে কাজ করতে পারে। সেটা তারা করছে। কোনও কাজ করলে একটা স্বীকৃতির প্রয়োজন হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button