জেলার খবর

সিরাজগঞ্জ শাহজাদপুর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।’

অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম শাহাদৎ হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, সাংবাদিক সাগর বসাক, আব্দুল কুদ্দুস প্রমুখ।

ফাইনাল রাউন্ডে তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুুটি স্কুল অংশ গ্রহন করে। এতে তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এ নিয়ে এ স্কুলটি পর পর তিনবার প্রথম স্থান অর্জন করায় প্রধান শিক্ষক পারভেজ আক্তারকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন এবং বিশেষ পুরস্কার পান বালিকা উচ্চ বিদ্যালয়ের তাছলিন বিনতে ইসলাম’।

মডারেটরের দ্বায়িত্বে ছিলেন, প্রফেসর আজাদ রহমান। বিচারকের দ্বায়িত্বে ছিলেন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মমতাজ মহল, ফজলুল হক ও সাহেব আলী সরকার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button