জাতীয়

সেন্টমার্টিনে আটকা পড়েছেন পর্যটকরা

লঘুচাপের কারণে আবহাওয়া অধিদফতেরর পক্ষ থেকে সামুদ্রিক বিপদ সংকেত জারি করায়, টেকনাফ-সেন্টমার্টিনে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক আটকারা পড়েছেন।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টি হচ্ছে। জানমালের নিরাপত্তার স্বার্থে নৌযান বন্ধ রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, বৈরী আবহাওয়ার আশংকা থাকায় বুধবার পুর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ হতে ফিরে যেতে মাইকিং করা হয়েছিল। অনেকে তা গুরুত্ব দেয়নি। এ কারণে অনেকে এখানে আটকা পড়েছেন। দ্বীপে আটকা পড়া পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সে ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের খোঁজ-খবর রাখতে দ্বীপের পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের পাশে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button