রাজনীতি

সিরিজ বোমা হামলাকারী ও বঙ্গবন্ধুর সকল হত্যাকারীদের ফাঁসীর দাবিতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

সারাদেশে সিরিজ বোমা হামলাকারীদের বিচার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে ফাঁসীর রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আজ ১৭ আগস্ট (সোমবার)  সকালে গুলশানে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’ র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো. শাহরিয়ার আলম এম.পি।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহরিয়ার বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের এবং সিরিজ বোমা হামলার মুল হোতাসহ পরিকল্পনাকারীদের দ্রুত শ্বাস্তী নিশ্চিত করতে হবে।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন- যে অপশক্তি ৭৫ এ জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ভিন্ন ধারায় প্রবাহিত করতে চেয়েছিল,তারা আজও তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সদা সোচ্চার থাকতে হবে।

সংগঠনের সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন – জাতির পিতার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসীর দন্ড কার্যকর ও বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িত জাতীয় ও আন্তর্জাতিক অপশক্তির প্রকৃত মুখোশ উন্মোচন করতে হবে।

এছাড়া অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, মহানগর নেতা ইসহাক মিয়া, তারিক সাঈদ, আনিছুর রহমান নাঈম মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান স্বপন, আবু তাহের, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলিম বেপারি, মানিক ঘোষ, খায়রুল হাসান জুয়েল, নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আফম মাহবুবুল হাসান, আজিজুল হক আজিজ,রফিকুল ইসলাম বিটু,আনোয়ারুল আজিম সাদেক, ওবায়দুল হক খান,ইঞ্জিনিয়ার কোবাদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button