আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

মধ্য ইউরোপের দেশ চেক প্রজতন্ত্রে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আগুন দেখে ভয়ে লাফিয়ে পড়ে ভবনটির পাঁচ বাসিন্দা প্রাণ হারায়। এছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

গতকাল শনিবার (৮ আগস্ট) দেশটির রাজধানী প্রাগ থেকে ৩০০ কিলোমিটার দূরে পোল্যান্ড সীমান্তবর্তী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোহামিন শহরের একটি ১৩ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চেক স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাসেক জানিয়েছেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ১২ তলা থেকে লাফিয়ে পড়ে আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া উদ্ধারকাজে অংশ নেয়া এক দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্টমন্ত্রী জান হ্যামাক ও আঞ্চলিক সরকারের প্রধান জানিয়েছেন, ভবনটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া হয়েছিল বলে মনে হচ্ছে।

আঞ্চলিক পুলিশ প্রধান টমাস কুজেল জানিয়েছেন, ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

দমকল কর্মীরা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, বোহামিন টাউন হলের মালিকানাধীন ভবনটির ১১ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই তলায় তিন শিশুসহ ছয়জন ও একটি কুকুর মারা গেছে।

অগ্নিকাণ্ডে এ হতাহহতের ঘটনাকে বিশাল ট্র্যাজেডি উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন চেক স্বরাষ্ট্রমন্ত্রী। খবর আল জাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button