সাহিত্য ও বিনোদন

মেয়ের পাশে ভাইয়ের কবরে চিরঘুমে শাহিন আলম

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহিন আলমকে মেয়ের কবরের পাশে বড় ভাইয়ের কবরে দাফন করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে এই চিত্রনায়ককে। এর আগে বাদ ফজর নিকেতন মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। এসময় চিত্রনায়ক ওমর সানী এবং শাহীন আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহিন আলমের ছেলে ফাহিম নূর আলম জানান, ‘সকালে বাবার লাশ বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে আসার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমার চাচার কবরের স্থানে বাবার মরদেহ দাফনের কথা ছিল। কিন্তু কবর কমিটির লোকেরা বাধা দেয় এবং জানায়, মেয়রের অনুমতি ছাড়া সেখানে দাফন করা যাবে না। অবশেষে সেই অনুমতি নিয়েই চাচার কবরের স্থানে বাবাকে রেখে এলাম।’

এদিকে, বন্ধু ও সহকর্মীর অকাল প্রয়াণে শোকাহত চিত্রনায়ক ওমর সানী। এক ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘শেষ বিদায় দিয়ে আসলাম ভোরবেলায় বনানী কবরস্থানে, বন্ধু শাহিন আলমকে। বন্ধু অমিত হাসান, মিশা সওদাগর, শাহিন আলম আর আমি এক সময় পথ চলা শুরু করি। তুই ফাঁকি দিয়ে চলে গেলি। অনেক কিছু লিখতে চাইলাম কোথায় যেন আটকে যাচ্ছি… থাক বন্ধু। আল্লাহ তোকে জান্নাত নসিব করুন আমিন।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button