আন্তর্জাতিককরোনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা ভাইরাস: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ  এই চলমান করোনা ভাইরাস মহামারি ।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

জাতিসংঘের মহাসচিব বলেন, করোনা মহামারির কারণে বিশ্বে এমন অর্থনৈতিক মন্দা দেখা দেবে, সম্ভবত সাম্প্রতিক অতীতের কোনো ঘটনাই যার সমতুল্য নয়।

তিনি বলেন, ‘জাতিসংঘ প্রতিষ্ঠার পর সম্মিলিতভাবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি করেছে কোভিড-১৯। এ মহামারির ইতি টানতে এবং সংক্রমণ ঠেকাতে অবিলম্বে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দাবানলের মতো অতিদ্রুত ছড়িয়ে পড়া এ রোগ মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্যের জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

 

Related Articles

Leave a Reply

Back to top button